Like
Like Love Haha Wow Sad Angry
ipl 2019

SRH vs RR IPL 2019 Match: এই আইপিএল মরশুমে রাজস্থান রয়্যা‌লস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, দু’দলই যাত্রা শুরু করে হার দিয়ে। দুই দলকেই তাদের প্রথম ম্যাচে দেখে মনে হয়েছিল, তাদের যেন জয় নিশ্চিত। কিন্তু সে সুবিধে হাতছাড়া করে দু-পক্ষই। সময়ের সাথে সাথে বদলে গেল পুরোটাই। অন্তত ম্যাচের ওপর বেশ ভালমত দখল রেখেছিল দুজনেই। আজ হায়দ্রাবাদ সেই অবস্থা পাল্টে গেল। হায়দ্রাবাদ নামের পাশে বসল এক জয়ের চিহ্ন, ওদিকে রাজস্থান রয়্যা‌লস যোগ দিল ‘দুই ম্যাচে দুই হার’নামক দলে, যে দলে রয়েছে রয়্যা‌ল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ এই সিজনে প্রথমবার দুই অস্ট্রেলীয় সতীর্থ স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার মুখোমুখি হলেও রাহানে ও স্যামসনের অসাধারণ ব্যাটিংস এর জন্য ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না স্মিথ। ওদিকে উল্কাবেগে ইনিংস শুরু করে দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে গেলেন ওপেনের। দুই দলের মধ্য অসাধারণ মুখোমুখি চলার পর অবশেষে হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে নতিস্বীকার করল অজিঙ্ক রাহানের টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here